বঙ্গোপসাগরে ৪২ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ ৪২ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন কলাগাছিয়া পয়েন্ট থেকে তাঁদের আটক করা হয়।
আটক ট্রলারগুলোর নাম এফবি মা কালী, এফবি ফাইয়ান ও এফবি নাগমাতা। এসব ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বলে জানিয়েছে নৌবাহিনী।
লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিনের নেতৃত্বে নৌবাহিনীর একটি জাহাজ আটক তিনটি ট্রলারসহ ভারতীয় জেলেদের নিয়ে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে মংলা নৌঘাঁটির উদ্দেশে রওনা হয়েছে। আজ রাতেই ট্রলারসহ তাদের স্থানীয় পুলিশে হস্তান্তর করার কথা রয়েছে।
আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন মংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।