বাড়ি পেলেন ভূমিহীন মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধে অবদানের জন্য দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের ভূমিহীন এক মুক্তিযোদ্ধাকে একটি সরকারি বাড়ি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল সরকারি বাড়িটি ভূমিহীন মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল চৌধুরী, উপজেলা নির্বাহী প্রকৌশলী শফি উদ্দীন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’-এর সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, একতলা বাড়িটির তিনটি কক্ষ, একটি বাথরুম, গরু-হাঁস-মুরগির ঘর তৈরিতে ব্যয় হয় আট লাখ টাকা। উপজেলা স্থানীয় সরকার ও প্রকেৌশল অধিদপ্তর (এলজিইডি) এটি বাস্তবায়ন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভূমিহীন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি নির্মাণ প্রকল্পের আওতায় বাড়িটি নির্মাণ করা হয়।