সিরিয়ার ইদলিব থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন অসংখ্য মানুষ (ভিডিওসহ)
যুদ্ধের আশঙ্কায় সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব অঞ্চল থেকে অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাচ্ছেন।
সিরিয়ায় অবস্থানরত দাতব্য সহায়তা সংস্থাগুলোসহ সেখানকার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়া সরকার এবং দেশটির উত্তরাঞ্চলে এই সরকারের রুশ মিত্র বাহিনীর সামরিক অভিযানে গত ১০ দিনেরও কম সময়ের মধ্যে বহুসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুহারা হয়েছেন এক লাখের বেশি মানুষ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
দাতব্য সংস্থা ‘হোয়াইট হেলমেটস’ প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছেন।
খুব ধীরগতিতে ইদলিবের দিকে এগিয়ে যাচ্ছে আসাদ বাহিনীর সেনারা। এদিকে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় দির এজোরে ড্রোন হামলায় ইরানপন্থী দলের পাঁচ সদস্য নিহত হন। সাতচল্লিশ ব্রিগেড নামে পরিচিত ওই বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা। এ ছাড়া ব্রিটিশ মানবাধিকার সংগঠন অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এ খবর নিশ্চিত করেছে।