শিশু শাহিনা এখন শাহাদত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওনাপাড়া গ্রামে সাইদুর রহমানের বাড়িটি ঘিরে এখন উৎসুক মানুষের ভিড়। তাঁর সাত বছর বয়সী সন্তানকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে লোকজন আসছে। কারণ, চারদিকে খবর ছড়িয়ে পড়েছে, তাঁর কন্যাসন্তান শাহিনা আকতার ছেলেসন্তানে রূপান্তরিত হয়েছে।
গত রোববার পরিবারের লোকজন ছাগল দিয়ে আকিকার মাধ্যমে শাহিনা আকতারের নাম বদলে রেখেছে শাহাদত হোসেন। মেয়ে থেকে ছেলে হওয়ায় শাহাদতের পরিবারে চলছে আনন্দের বন্যা।
নওনাপাড়া গ্রামের অধিবাসীরা জানান, জীবিকার তাগিদে সাইদুর রহমান ও তাঁর স্ত্রী একমাত্র শিশুকন্যা শাহিনা আকতারকে দাদির কাছে রেখে ঢাকায় যান। সেখানে তাঁরা একটি গার্মেন্টে চাকরি করতেন। গত ঈদের ছুটিতে বাড়ি এসে তাঁরা মেয়ের কিছু শারীরিক অঙ্গভঙ্গি লক্ষ করেন। শাহিনার মা জীবন আকতার একদিন মেয়েকে গোসল করাতে গিয়ে দেখেন, তাঁর মেয়ের লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে। সে ছেলেতে রূপান্তরিত হয়েছে। তাৎক্ষণিক স্বামীকে বিষয়টি জানান। মেয়ে থেকে ছেলে হওয়ার বিষয়টি আর চেপে রাখতে না পেরে খুশিতে পরিবারের লোকজন গ্রামের মানুষকে জানায়। এর পর শাহিনার বাবা গ্রামের ইমাম ও স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে তাঁরা শাহিনার লিঙ্গ পরিবর্তন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শাহিনার বাবা সাইদুর রহমান জানান, গত রোববার পরিবারের লোকজন আকিকা করে শাহিনার নাম পরিবর্তন করে রাখে শাহাদত হোসেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুলতান মাহমুদ বলেন, হরমোনের কারণে এটি হতে পারে। আবার অন্য কোনো কারণেও হতে পারে। বর্তমানে শারীরিকভাবে শাহাদত সুস্থ আছে বলেও জানান ওই চিকিৎসক।