ঢাকায় কর্মশালা পরিচালনা করছেন মমতা শঙ্কর
কিংবদন্তি নৃত্যগুরু উদয় শঙ্করের কন্যা, সুবিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী শ্রীমতী মমতা শঙ্কর এখন ঢাকায়। উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র ‘সাধনা’ ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত সুবিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর ও তাঁর দলের ঢাকা সফরের আয়োজন করেছে।
মমতা শঙ্কর ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত নৃত্যবিন্যাসের ওপর একটি কর্মশালা পরিচালনা করবেন। ৮ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে কর্মশালা থেকে উৎপন্ন একটি উপস্থাপনা পরিবেশন করবেন আমন্ত্রিত নৃত্যশিল্পী এবং কর্মশালায় অংশগ্রহণকারী বাংলাদেশের নৃত্যশিল্পীরা। গতকালই উদ্বোধন করা হয় এই কর্মশালা আয়োজনের।
৯ আগস্ট শ্রীমতী শঙ্কর ও পশ্চিমবঙ্গ ড্যান্স গ্রুপ ফেডারেশনের অন্যান্য সদস্য, সাধনার সহদরা সংগঠন ‘কল্পতরু’তে নৃত্যের পরীক্ষা পরিচালনা করবেন। এর আগে কল্পতরুতে পরপর দুই বছর পরীক্ষা নেওয়া হয়েছে। এবার তৃতীয়বারের মতো পরীক্ষায় ৫০ জনের মতো নৃত্যশিক্ষার্থী অংশ নেবেন।
বাংলাদেশের তরুণ নৃত্যশিক্ষার্থীরা মমতা শঙ্করের কাছে শেখার সুযোগ পেয়ে আনন্দিত।