ধ্বংসাবশেষ এমএইচ৩৭০ বিমানের : মালয়েশিয়া
রিইউনিয়ন দ্বীপে খুঁজে পাওয়া বিমানের অংশটি নিখোঁজ এমএইচ৩৭০ বিমানেরই বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
নাজিবের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি জানায়, বিমানের যে ধ্বংসাবশেষ ফ্রান্সের বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করছেন, তা নিখোঁজ বিমানেরই অংশ। তবে তদন্তকারীরা এ বিষয়ে নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ পাননি।
২০১৪ সালের মার্চে ২৩৯ যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হয়। সপ্তাহখানেক আগে বিমানের বিধ্বস্ত কিছু অংশ ভারতীয় মহাসাগরে ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকা দ্বীপে পাওয়া যায়। এটা পরীক্ষার জন্য ফ্রান্সের তুলুস শহরে নেওয়া হয়।
ধারণা করা হচ্ছিল, নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণ বিধ্বস্ত হয়েছে। তবে বিস্তৃত পরিসরে অনুসন্ধান চললেও এর পক্ষে জোরদার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, ঘটনা মর্মান্তিক ও বেদনাদায়ক হলেও বিমানে থাকা ২৩৯ জনের পরিবার ও স্বজনরা নিশ্চিত হতে পারবেন।’ তিনি বলেন, ‘আমাদের এখন বাস্তব প্রমাণ রয়েছে যে, এমএইচ৩৭০ বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল।’