হঠাৎ মেজাজ হারালেন পোপ
নববর্ষ উপলক্ষে সর্বসাধারণের সঙ্গে হাত মেলাচ্ছিলেন পোপ ফ্রান্সিস। তরুণ-তরুণী, বয়ষ্ক-শিশু যার সঙ্গে পেরেছেন তার সঙ্গেই হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করছিলেন। তবে অবশ্যই সামনে ছিল ব্যারিকেড। অর্থাৎ পোপকে হাত দিয়েই স্পর্শ করা যাবে এর বেশি কিছু নয়। আর তারপরও কিছু হলে পোপের নিরাপত্তা কর্মীরা তো আছেনই। তারপরও ঘটল অঘটন। মেজাজ হারালেন পোপ ফ্রান্সিস!
খ্রিস্টীয় নববর্ষের প্রথম প্রহরে ভ্যাটিক্যান সিটিতে ওই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম সিএনএন তা জানিয়েছে। হাত মিলিয়ে পোপ ফ্রান্সিস চলে যাচ্ছিলেন। পোপের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী। কিন্তু মেয়েটির প্রায় কাছাকাছি এসেই হাত মেলানো বন্ধ করে চলে যেতে উদ্যত হন পোপ। তখনই পোপের হাত ধরে টান মারেন ওই তরুণী। এতেই বিরক্ত হন পোপ। মেয়েটির হাতের টানের পোপ অল্পের জন্য পড়ে যাননি। টান মারার পরও পোপের হাত ছাড়ছিলেন না ওই তরুণী। এতে মেজাজ হারান পোপ। মেয়েটির হাতে থাপ্পর মেরে নিজের হাত ছাড়িয়ে নেন তিনি।
ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।