লিবিয়ায় নৌকাডুবি, ২৫ লাশ উদ্ধার, নিখোঁজ বহু
লিবিয়ার অদূরে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় এ-পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জীবিত আর কাউকে উদ্ধার করা সম্ভব নয় বলে উদ্ধারকারী দল জানিয়েছে। ৬০০ আরোহী নিয়ে গতকাল বুধবার নৌকাটি ডুবে যায়।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনসিআর) ৪০০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে। ইতালিয়ান কোস্টগার্ড জানিয়েছে, ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এটি স্পষ্টভাবে জানা যায়নি এখনো কত মানুষ নিখোঁজ রয়েছে।
উদ্ধার অভিযানে ইতালির কোস্টগার্ড ও আইরিশ নৌবাহিনীর সঙ্গে সাতটি জাহাজ, তিনটি হেলিকপ্টারও যোগ দিয়েছে।
লিবিয়া উপকূল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে এসে খারাপ আবহাওয়ার কবলে পড়লে নৌকাটি ইতালির সিসিলিতে বিপদসংকেত পাঠাতে সক্ষম হয়। ধারণক্ষমতার তিনগুণ মানুষ নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে উদ্ধারকারীরা।
উদ্ধারকাজের সঙ্গে জড়িত মাল্টার উপকূলবর্তী অভিবাসী সাহায্য কেন্দ্রের মার্টিন জুয়েরেব বলেন, নৌকার ডেক থেকে কয়েকজন লাফিয়ে পড়ে তাদের মধ্যে কেউ ডুবে যায় এবং কেউ বেঁচে যায়। আমার ধারণা, আর কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব নয়।
এ বছরে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার সময় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।