ছোটপর্দার জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া বহু নাটকে অভিনয় করেছেন ভাবনা। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। লেখক হিসেবেও ভাবনার যশ রয়েছে। এ পর্যন্ত ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। ইনস্টাগ্রামে প্রায় আট লাখ অনুসরণকারী ভাবনার। সম্প্রতি কালো পোশাকে আবেদনময়ীরূপে হাজির হয়েছেন ভাবনা। চোখে ছিল স্টাইলিশ চশমা। বরাবরের মতোই সেসব ছবি কেড়েছে অন্তর্জালবাসীর মন। একঝলকে দেখে নিন কয়েকটি স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম