সিরিয়ায় স্কুলে রকেট হামলা, শিশুসহ নিহত ৮
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার নতুন বছরের প্রথম দিনেই বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর রকেট হামলায় চার শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো কমপক্ষে ১৬ জন।
বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটসের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (১ জানুয়ারি) বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন প্রদেশটির সারমিন শহরের একটি স্কুলে হামলাটি চালানো হয়। এতে নিহতদের মধ্যে দুই শিক্ষিকাও রয়েছেন।
সংগঠনটির এক সদস্য জানান, হামলার সময় শিক্ষক আর শিক্ষার্থী মিলিয়ে বেশ সরগরম ছিল স্কুলটি। হতাহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, সিরিয়ায় চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ইদলিবের ৪০টিরও অধিক গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট আসাদ সরকারের অনুগত সেনারা। বিদেশিদের সহায়তায় সরকারি বাহিনীর এ অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে হাজারো বাসিন্দা।
জাতিসংঘের তথ্য মতে, গত ১২ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে অঞ্চলটির প্রায় দুই লাখেরও অধিক বেসামরিক নাগরিক। এর আগে একই বছরের এপ্রিল থেকে রুশ সেনাদের সহযোগিতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেয় প্রেসিডেন্ট আসাদ সরকার।