মডেল ও অভিনেত্রী নিশু সিকদার। বিজ্ঞাপনচিত্র, নাটক, চলচ্চিত্রে কাজ করলেও নিজেকে মঞ্চ অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য তাঁর। হরলিক্স, কনকা টিভি, ইয়ামাহাসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। অভিনয় করেছেন এনটিভিতে প্রচারিত ‘পোস্ট গ্রাজুয়েট’ ও ‘মায়া মসনদ’ ধারাবাহিকে। ‘শেকড়’, ‘খোলা হাওয়া’, ‘আংটি’, ‘শিরোনামহীন’সহ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন নিশু। মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত চলচ্চিত্র ‘দাহকাল’ ও ‘বাংলাদেশ ২০৪০’। এখন নিশুর হাতে রয়েছে বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজ। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন। একনজরে দেখে নিন তাঁর বিভিন্ন ভঙ্গির স্থিরচিত্রগুলো।