মংলা-ঘষিয়াখালী চ্যানেল পরিদর্শনে প্রতিমন্ত্রী
মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলের খননকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ শুক্রবার দুপুরে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে খননকাজের অগ্রগতি ছাড়াও সুন্দরবনের শ্যালা নদী পরিদর্শন করেন।
পরে প্রতিমন্ত্রী বিকেল ৪টায় মংলা ইপিজেডের সভাকক্ষে সুন্দরবনের নদ-নদী ও নৌ চ্যানেল সরেজমিনে পরিদর্শনের তথ্য তুলে ধরতে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, এসবের বিরুদ্ধে আন্তমন্ত্রণালয়ে বৈঠকের পর কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১০ আগস্ট আন্তমন্ত্রণালয়ে বৈঠকে সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার বন্ধসহ মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম, মংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. এনামুল হক ও মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলী প্রিন্স প্রমুখ।