জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী তিনি। সংগীত জগতে সমসাময়িক অনেকে হারিয়ে গেলেও তিনি বেশ দাপটের সঙ্গে কাজ করছেন। কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা আঁখি শৈশবে অভিনয় করে প্রশংসিত হলেও গানকেই নিজের জীবনের পাথেয় করে নেন। এবারের জন্মদিনটি আঁখি আলমগীরের কাছে ব্যতিক্রম। কিছুদিন আগেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। অন্তর্জালেও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ তারকা।