নিজেদের স্পিকার দাবি ভেনেজুয়েলার দুই প্রতিদ্বন্দ্বী আইনপ্রণেতার
ভেনেজুয়েলার দুই আইনপ্রণেতা পাল্টাপাল্টি নিজেদের পার্লামেন্টের স্পিকার ঘোষণা করেছেন। দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো এবং তাঁর প্রতিদ্বন্দ্বী আরেক আইনপ্রণেতা লুইস পাররা উভয়েই গত রোববার পার্লামেন্টের স্পিকারের পদ দাবি করেন।
লুইস পাররাকে সমর্থন দিচ্ছেন ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরো। এর আগে দেশটিতে দুবার পৃথক ভোটগ্রহণ হয়।
সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা জানিয়েছে, গুয়াইদোকে গত রোববার পার্লামেন্টে ঢুকতে দেওয়া হয়নি। এ সময় তিনি নিজেকে পার্লামেন্টের স্পিকার বলে দাবি করেন। অন্যদিকে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা লুইস পারাও নিজেকে স্পিকার হিসেবে ঘোষণা করেন। পারা দাবি করেন, ১৬৭ সদস্যের পার্লামেন্টে সংসদে তিনি ৮১ জন আইনপ্রণেতার ভোট পেয়েছেন।
গুয়াইদোকে পার্লামেন্টে ঢুকতে না দেওয়ার পর তিনি তাঁর পক্ষে থাকা আইনপ্রণেতাদের নিয়ে এল নাসিওনাল পত্রিকার কার্যালয়ে এক অধিবেশনের আয়োজন করেন। ওই অধিবেশনে আইনপ্রণেতারা গুয়াইদোকে স্পিকার নির্বাচিত করেন। পার্লামেন্টের ১৬৭ সদস্যের ১০০ জন গুয়াইদোর পক্ষে ভোট দেন। এল নাসিওনাল সংবাদপত্র মাদুরো এবং ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের সমালোচনা করে থাকে।
অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো লুইস পাররাকে পার্লামেন্টের নতুন স্পিকার বলে উল্লেখ করে।