সোদেলের আঘাতে বিপর্যস্ত তাইওয়ান, চারজনের মৃত্যু
ঘূর্ণিঝড় সোদেলের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান। শনিবার ভোরে তাইওয়ানের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঝড়ের কারণে সেখানে তীব্র বাতাসের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। সর্বশেষ খবরে ঝড়ে তাইওয়ানে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন।
শনিবার ভোরে তাইওয়ানের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় সোদেল আঘাত হানে। ওই সময় বাতাসের ঘতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার (১৪২ মাইল)। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বীপের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করছিল।
বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড় সোদেলের আঘাতে অনেক গাছ উপড়ে পড়েছে এবং ভেঙ্গে পড়েছে অনেক বিলবোর্ড। অন্তত একটি গ্রামে ভূমিধসের খবর পাওয়া গেছে।
সর্বশেষ খবরে জানা যায়, ঘূর্ণিঝড়ের কারণে চারজন নিহত হয়েছে। এর মধ্যে আট বছরের একটি মেয়ে ও তার মা। তারা সাগরে ভেসে গেছে বলে জানা গেছে।
তাইওয়ানের পূর্বাঞ্চলের এক বয়োবৃদ্ধ বাসিন্দা স্থানীয় টেলিভিশন চ্যানেল ফরমোসাকে বলেন, গত ৬০ বছরে এতটা ভয়াবহ ঘূর্ণিঝড় তিনি দেখেননি।
ঝড়ের কারণে বিদ্যুৎ সরবহার বন্ধ রয়েছে। তাইওয়ানের প্রায় ২০ লাখ মানুষ এখন বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাইওয়ানে রেল সেবা ও বিমানের পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও প্রতিষ্ঠান।
তাইওয়ানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ঝড়টি তাইওয়ান পেরিয়ে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের আগেই কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সরকার।
ক্যাপশন
ঘূর্ণিঝড় সোদেলের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান। সর্বশেষ খবরে ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন। ছবি:এএফপি।