সুন্দরবনে ‘দস্যু’ সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুন্দরবনের নন্দবালা খালে দুটি সংগঠিত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পালিয়ে যাওয়ার পথে ‘দস্যু’ সন্দেহে জেলেরা এক ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় গণপিটুনির শিকার জাকির ফরাজিকে (৪২) মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাকির মংলার গাববুনিয়া এলাকার বাসিন্দা।
রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেনের ভাষ্যমতে, সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) নন্দবালা খালে মাস্টার বাহিনী ও শিপন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। জাকির ফরাজি পালিয়ে যাওয়ার সময় জেলেরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয় পুলিশে দেয়।
মংলা থানার উপপরিদর্শক (এসআই) মনজুর এলাহী জানান, জাকিরের শরীরের চার-পাঁচটি ছররা গুলির চিহ্ন রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।