নজরকাড়া গ্ল্যামার আর অভিনয়দক্ষতা দিয়ে শোবিজ মাতিয়ে চলেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। ২০২০ সালের শুরুতেই চমক নিয়ে হাজির হচ্ছেন মিম। ভালোবাসা দিবসে মুক্তি পাবে মিম অভিনীত ‘পরান’ সিনেমা। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান ও শরিফুল রাজ। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এ তারকা। সম্প্রতি কালো পোশাক পরে ছবি তুলেছেন। শেয়ার করেছেন বন্ধুদের সঙ্গে। দেখুন সেই স্থিরচিত্রগুলো। ছবি : সংগৃহীত