কথা দাও কামড় দেবে না? সন্ন্যাসিনীকে চুমুর আগে পোপ
এক নারীর হাতে থাপ্পড় মেরে সপ্তাহখানেক আগে খবরের শিরোনাম হয়েছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু বর্তমান পোপ ফ্রান্সিস। এবার এক নানকে (গির্জার সন্ন্যাসিনী) আশীর্বাদ দেওয়ার আগে শর্ত জুড়ে দিলেন পোপ।
কী সেই শর্ত? কামড় দেবেন না, এমন শর্তেই ওই নানের গালে আশীর্বাদস্বরূপ চুমু এঁকে দেন পোপ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভ্যাটিকান সিটিতে গতকাল বুধবার সাপ্তাহিক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ জনতার সঙ্গে দেখা করেন পোপ। এ সময় একজন নান পোপকে উদ্দেশ করে বলেন, ‘পোপ, একটা চুমু চাই!’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রসিক পোপ ওই নারীকে জবাব দিচ্ছেন, ‘কামড় দেবে তুমি!’ এরপর পোপ বলেন, ‘কথা দাও, তুমি কামড় দেবে না?’
পোপের কথায় মাথা নেড়ে সায় দেন ওই নান। এরপর পোপ তাঁর গালে চুমু দিয়ে অন্যদের সঙ্গে কুশল বিনিময় করতে এগিয়ে যান।
গত সপ্তাহে নতুন বছরের শুরুর লগ্নে ভ্যাটিকান সিটির বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে জমায়েত হন হাজার হাজার মানুষ। নববর্ষ উপলক্ষে সর্বসাধারণের সঙ্গে হাত মেলাচ্ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ৮৩ বছরের পোপ ফ্রান্সিস। তরুণ-তরুণী, বয়স্ক-শিশু, যার সঙ্গে পেরেছেন তার সঙ্গেই হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করছিলেন পোপ। নতুন বছরের শুভেচ্ছা জানাতে আগতদের পোপ ফ্রান্সিসও শুভেচ্ছা জানাচ্ছিলেন। হাত মিলিয়ে অভিনন্দন জানাচ্ছিলেন অনুগামীদের। একটি শিশুর সঙ্গে হাত মেলানোর পরেই পোপ ফ্রান্সিস চলে যাচ্ছিলেন। পোপের জন্য অপেক্ষারত একজন নারীর প্রায় কাছাকাছি এসেই হাত মেলানো বন্ধ করে চলে যেতে উদ্যত হন পোপ। তখনই পোপের হাত ধরে টান মারেন ওই তরুণী। এতেই বিরক্ত হন পোপ। মেয়েটির হাতের টানের পোপ অল্পের জন্য পড়ে যাননি। পোপ আশীর্বাদ করার পরেও হাত ছাড়তে চাইছিলেন না ওই নারী। বাধ্য হয়েই হাত ছাড়াতে ওই নারীর হাতে কয়েকটি থাপ্পড় মারেন পোপ ফ্রান্সিস। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ঘটনার ভিডিও। পোপের মুখে বিরক্তি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। পরে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে পোপ বলেন, ‘আমরা অসংখ্যবার ধৈর্য হারিয়ে ফেলি, আমিও (ধৈর্য) হারাই, গতকালের বাজে উদাহরণের জন্য ক্ষমা চাইছি।’