বছর পাঁচেক আগে বাংলালিংকের কলড্রপের বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে আবির্ভাব শাহতাজ মুনিরা হাশেমের। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ তিনি। বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। গানেও নিজেকে শানিত করেছেন। বহু গুণে গুণান্বিতা শাহতাজের ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানেই নিজের কাজগুলো নিয়মিত প্রকাশ করছেন। অখণ্ড অবসরে রংতুলির আঁচড়ে আঁকিবুঁকিতে সময় কাটাতে পছন্দ করেন। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। বরাবরের মতো এবারও নানা ভঙ্গিতে উষ্ণতা ছড়িয়েছেন এ সুন্দরী। ছবি : শামছুল হক রিপন