রাজকীয়ভাবে জন্মদিন পালন করছেন অভিনেত্রী রুনা খান
স্বামী-সন্তানকে নিয়ে গতকাল দিবাগত রাতেই নিজের জন্মদিনের প্রথম কেকটি কেটেছেন রুনা খান। পরিবারের ছোট এই আয়োজনটিই নিজের কাছে ‘রাজকীয়’ আয়োজন মনে করেন তিনি। সহকর্মীদের নিয়ে তাঁর আরেকটি পরিবার, সেই পরিবারের লোকজনের সঙ্গে আজ সন্ধ্যায় জমবে আড্ডা।
অভিনেত্রী রুনা খান। ১৮ বছর ধরে অভিনয় করছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। আজকের এই দিনে (১১ জানুয়ারি) টাঙ্গাইলের সখীপুরে জন্মগ্রহণ করেন রুনা। অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে মাসের প্রথম দিন থেকেই স্বামী-সন্তান জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁকে। তাঁরা মনে করেন, এটি রুনার জন্মমাস।
টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনার ক্যারিয়ার শুরু হয়। তিনি ‘হালদা’, ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ‘ছিটকিনি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। ‘হালদা’ ছবির জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গেল বছরটা বেশ ভালোই কেটেছে অভিনেত্রীর।
ছোট পরিসরে, ঘরোয়া আয়োজনে বিশেষ দিনটি উদযাপন শুরু হলেও সেই আয়োজনটিই রুনার কাছে বিশেষ বলে এনটিভি অনলাইনকে জানালেন রুনা খান। বললেন, ‘আমার কাছে পরিবারটা বিশেষ গুরুত্বপূর্ণ। পরিবারের সেই ছোট্ট আয়োজনটাও আমার কাছে ভীষণ রকম দামি। ওইটুকুই আমার কাছে অনেক কিছু।’
জন্মদিনে পরিবারের সদস্যরা রুনাকে বই, ফুল, বিশেষ করে শাড়ি উপহার দেন বেশি। শাড়ি রুনার খুব প্রিয়। তবে উপহার মুখ্য নয় রুনার কাছে, ভালোবাসে যে যা দিচ্ছেন, তা-ই সাদরে গ্রহণ করেন অভিনেত্রী।
শৈশবে অবশ্য অন্যরকমভাবে উদযাপন করতেন জন্মদিন। পাঁচ বন্ধু ছিলেন খুবই ঘনিষ্ঠ। সে সময় অডিও ক্যাসেটের বাজার ছিল রমরমা। আইয়ুব বাচ্চু, জেমসদের ক্যাসেট উপহার হিসেবে পেতেন। রঙিন মোড়কে মুড়িয়ে ক্যাসেট উপহার দেওয়ার রেওয়াজ ছিল তখন। সেই দিনগুলোর কথা বলতেই মুখে হাসির ঝিলিক দেখা গেল রুনার।
রুনার জীবনের স্মরণীয় জন্মদিন উদযাপন সেবার হয়েছে, যেবার তাঁর কোল আলো করে এসেছে কন্যাসন্তান রাজেশ্বরী, তার পরের বার। অর্থাৎ রাজেশ্বরীর বয়স তখন নয় মাস। সে সময় সন্তান বুকে নিয়ে জন্মদিন উদযাপন করেছেন। এর চেয়ে সুখকর স্মৃতি মা হিসেবে আর কী থাকতে পারে! সেই স্মৃতিও আগ্রহভরে বর্ণনা করেছেন রুনা।
দেখুন পুরো সাক্ষাৎকারের ভিডিওটি :
আসাদুজ্জামান নূর নির্দেশিত নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চনাটকে অভিনয় করেন রুনা। গোলাম সোহরাব দোদুল নির্দেশিত টিভি নাটক ‘সংসার’, সোহেল আরমান নির্দেশিত ‘জলরং’, আবু হায়াৎ মাহমুদ নির্দেশিত ‘বৃষ্টিদের বাড়ি’, অনিমেষ আইচ নির্দেশিত ‘বুবুনের সাত সতেরো’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন রুনা খান। এনটিভিতে সম্প্রচারমান ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ তাঁর ‘সালমা ভাবি’ চরিত্রটি বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে।
তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে রুনাকে ‘বড় বউ জুঁই’ চরিত্রে দেখা যায়। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবিতে ‘শামীমা’ চরিত্রে অভিনয় করেন। সাজেদুল আউয়াল পরিচালিত ‘ছিটিকিনি’ ছবিতে ‘ময়মুনা’ চরিত্রে অভিনয় করেন। ছবিটি ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।