রাশিফল
মেষ পাবেন সুখবর, সিংহ পাবেন প্রেমে আহ্বান
আজ ২৫ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ৯ আগস্ট ২০১৫ খ্রিস্টাব্দ, ২৩ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি দশমী। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ) বিষম স্থির, তুঙ্গস্থান-মেষ, নিচস্থান-তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার-রবি। শুভ সংখ্যা-১/১০, শুভ রং সোনালি ও সাদা, শুভ ধাতু-সোনা ও তামা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি ও চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৬টা ২৮ মিনিটে, পরে ১০টার মধ্যে। এবার দেখুন, আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ জাতক/জাতিকা, প্রিয়জনের কাছ থেকে দিনের শুরুতে সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আইনি সমস্যারও সমাধান হবে। সব মিলিয়ে দিনটি বেশ ভালোই যাবে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
প্রিয় বৃষ, আজ গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। এর ফলে হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা দিতে পারে। বাহ, ভালো তো।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
ব্যবসা-বাণিজ্যে নতুন বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বিদেশযাত্রায় হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। তাই আর চিন্তা করে লাভ নেই। প্রাণ খুলে হাসুন।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
চাকরিতে সহকর্মীর বিরোধিতা সত্ত্বেও সাফল্য আসতে পারে। দেখলেন তো, যোগ্যতা থাকলে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। পুরোনো প্রেম জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতিবিষয়ক কর্মকাণ্ড এড়িয়ে চলুন। না হলে আপনি ঝামেলায় পড়তে পারেন।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
প্রিয় সিংহ, নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কর্মস্থলে ঊর্ধ্বতনের সহযোগিতা পাবেন। কাজে লাগান। প্রেমে আহ্বান পেতে পারেন। তবে নতুন সম্পর্কে জড়াবেন কি না, এটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করছে। আজ আপনার যাত্রা বেশ শুভ।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ যেকোনো ব্যাপারে মন খারাপ হতে পারে। তবে এই মন খারাপ মানে বিপাকে পড়া নয়। মন ঠিক রেখে নিজের মতো করে থাকুন। ভালো থাকবেন। এ বিষয়ে একদম চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আপনার যেকোনো কাজে মানসিকতার পরিবর্তন আসতে পারে। ব্যবসা-বাণিজ্যে বিশেষত আমদানি-রপ্তানি যোগ শুভ। নতুন প্রেমে পড়তে পারেন। পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। সব মিলিয়ে দিনটি বেশ ভালো যাবে।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আজ আপনার সামনে যত বাধা আসুক, সাহস নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ুন। তবে কারো কারো পুরোনো প্রেম মনে পড়তে পারে। মনে সাহস রাখুন। দেখবেন, সবকিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। আপনাকে যেতেই হবে। পিছু ফেরার কোনো উপায় নেই।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আজ আপনার খুঁতখুঁতে মানসিকতা পরিহার করার চেষ্টা করুন। পরিবার, বন্ধু-বান্ধবকে সময় দিন। শরীরের প্রতি নজর রাখুন। দিনের শেষে মানসিক চাপ বাড়তে পারে। যাত্রা শুভ নয়।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রিয় মকর, আজ আপনার নতুন সময় শুরু হতে পারে। আপনার এই সময়টা আগের চেয়ে অনেক সুন্দর হবে। এই আত্মবিশ্বাস নিয়ে থাকবেন। মনে রাখবেন, যা হয় ভালোর জন্য হয়। হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে আপনার জন্য।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রিয় কুম্ভ, সাবধান। আপনি না চাইলেও আজ আপনাকে কেউ বিবাদে জড়িয়ে ফেলতে পারে। তাই আপনি যেকোনো ঝামেলা এড়িয়ে চলুন। অযথা সমস্যায় জড়িয়ে লাভ কী বলুন? দূরের যাত্রায় সতর্ক থাকুন। বিপদের আশঙ্কা রয়েছে।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজ আপনার আর্থিক দিক ভালো যাবে। সাংগঠনিক কাজে সাফল্য পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ আপনি ভালো থাকবেন। রাজনীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ড শুভ। সব মিলিয়ে দিনটি ভালো কাটবে।