জান্নাতুল ফেরদৌস পিয়া হালের আলোচিত মডেল ও অভিনেত্রী। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন তিনি। অভিনয়জগতে পদার্পণের আগে তিনি মডেল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রজগতে পিয়ার আবির্ভাব ঘটে। চলচ্চিত্রে অভিনয় ও বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাঁর তারকাখ্যাতি আরো বেড়ে যায়। ইংল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপে উপস্থাপকের ভূমিকায় ছিলেন পিয়া। বিশ্বকাপের ম্যাচগুলোতে তাঁকে বিভিন্ন তারকা ক্রিকেটারের সাক্ষাৎকার নিতে দেখা গেছে। ছবি : সংগৃহীত