বিএসএফের গুলিতে প্রাণ গেল ২ বাংলাদেশির
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
তাঁরা হলেন গুতামারি ইউনিয়নের পূর্ব অমঝোল গ্রামের উসমান আলীর ছেলে সুরুজ মিয়া ও শাহজাহান আলীর ছেলে সুরুজ আলী। তাঁরা দুজনই একই গ্রামের বাসিন্দা।
আজ বুধবার সকালে উপজেলার গুতামারি ইউনিয়নের অমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হাতীবান্ধা উপজেলার অমঝোল সীমান্তে গরু চোরাচালানি একটি দল সীমান্তের তারকাঁটা পার হওয়ার সময় ভারতের কোচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই বাংলাদেশি নিহত হন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল ইসলাম জানান, বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠক করে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত আনা হবে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জোরালো প্রতিবাদ জানানো হবে।