বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাজিল, নিহত ৩০
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুই দিন ধরে চলা প্রবল ঝড়-বৃষ্টির ফলে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছেন আরো ১৭ জন।
সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা জানিয়েছে, কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সরকার। পাশাপাশি এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোও।
শনিবার এই প্রসঙ্গে দেশটির মিনাস জেরিইস প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়-বৃষ্টির ফলে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সাত জন আহত হয়েছেন এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। তিনি আরো জানান, দুদিনের ওই প্রবল বিপর্যয়ে গৃহহীন হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। কিছু কিছু জায়গা ভূমি ধসের জেরে যোগাযোগ ব্যবস্থাও ব্যহত হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি।