এফডিসিতে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র হাতে দৌড়ে যাচ্ছে। তাদের তাড়া করছেন এক নারী পুলিশ কর্মকর্তা। সন্ত্রাসীদের তাড়া করা সেই পুলিশ কর্মকর্তা আর কেউ নন, নায়িকা পরী মণি! সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এফডিসিতে এমন দৃশ্য দেখা গেল। ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’-তে পুলিশের চরিত্রে অভিনয় করছেন পরী মণি। ‘পাফ ড্যাডি’ পরিচালনা করছেন নির্মাতা সহিদ উন নবী। আর এতে পরী মণির বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সজল। শুটিং স্পট থেকে পরী মণির অ্যাকশনদৃশ্য ধারণ করেছেন এনটিভি অনলাইনের আলোকচিত্রী শামছুল হক রিপন। পুলিশের পোশাক পরে পোজও দিয়েছেন নায়িকা।