অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করেছেন, আইটেম গানে নেচে দোলা দিয়েছেন দর্শক-হৃদয়ে। কৌতুকাভিনেতা দিলদারের সঙ্গে জুটি বেঁধেছেন অসংখ্য চলচ্চিত্রে। যদিও দিলদারের মৃত্যুর পর কিছুটা অনিয়মিত হয়ে যান অভিনেত্রী নাসরিন। চরিত্র পছন্দ হলে যুক্ত হচ্ছেন চলচ্চিত্রে। বয়সের ঘড়ির কাঁটা এগোলেও এখনো নাসরিনের রূপের জেল্লা কমেনি। বরং বাড়ছে। ১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের ‘লাভ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ‘অগ্নিপথ’ তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। ২০১২ সালে ব্যবসায়ী রিয়েল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসরিন। তিনি প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন নাসরিন। অভিনেত্রীর বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে আলোকচিত্রী শামসুল হক রিপনের ক্যামেরায়।