বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অগণিত ভক্তকে স্বীয় প্রতিভায় মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সাফল্যের গল্প বুনে। বর্ণিল ক্যারিয়ারে অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনায়ও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। প্রিয়দর্শিনী এই অভিনেত্রী ঘুরে বেড়াতে পছন্দ করেন ভীষণ। প্রায়ই তাঁকে বিশ্বের বিভিন্ন মনোরম স্থানে সময় কাটাতে দেখা যায়। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এনেছেন নেপালের কাঠমান্ডুতে ঘুরে বেড়ানোর সময় তোলা কিছু ছবি। সঙ্গে ছিলেন স্বামী, কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একনজরে দেখে নিন তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো। ছবি : সংগৃহীত