মডেল ও অভিনেত্রী দিলরুবা দোয়েল। শোবিজ অঙ্গনে ‘দোয়েল ম্যাশ’ নামেই পরিচিত তিনি। গেল বছর বড়পর্দায় মুক্তি পেয়েছে দোয়েল অভিনীত প্রশংসিত ছবি ‘আলফা’। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ওই ছবিটিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি চলতি বছরের অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে বাংলাদেশ থেকে মনোনীত করা হয়। এ ছাড়া তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘চন্দ্রাবতী কথা’ গেল বছরের শেষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসিত হয়। ওই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দোয়েল। ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। ছবি : শামছুল হক রিপন