কঙ্গোয় নতুন হামলায় আরো ২৪ জন নিহত
গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর অ্যালাইয়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস মিলিশিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলে নতুন হামলায় বৃহস্পতিবার ২৪ জন নিহত হয়েছেন।
কর্মকর্তা ও পর্যবেক্ষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ নিয়ে গত দুদিনে সেখানে অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
এলাকার প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডোনাট কিবওয়ানা জানান, ওছা প্রদেশের কাছে গোলযোগপূর্ণ বেনি এলাকার চারটি স্থলে ২৪টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।
দ্য কিভু সিকিউরিটি ট্র্যাকার, কঙ্গো রিসার্চ গ্রুপ ও হিউম্যান রাইট ওয়াচ-এর যৌথ প্রজেক্টের তথ্যে ১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে।