বোকো হারামের প্রধান নিহত!
মধ্য আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের প্রধান আবু বকর শেকাউয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন শাদের প্রেসিডেন্ট। গত মঙ্গলবার অল আফ্রিকা ডট কমকে দেয়া এক স্বাক্ষাৎকারে ইদ্রিস দেবে বলেন, ‘আবুবকর শেকাউ আর জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শীর্ষ নেতা নয়। তার মৃত্যু হয়েছে।’ এরপর প্রেসিডেন্টের কথার সমর্থনে বোকো হারামের শীর্ষ নেতার মৃত ছবি প্রকাশ করে দেশটির সেনাবাহিনী।
ইদ্রিস দেবে জানান, ২০১৪ সালে শাদের সেনাবাহিনীর এক অভিযানে মারা যান শেকাউ। তবে তাঁর লাশ উদ্ধার করতে পারেনি শাদ সেনাবাহিনী। তার আগেই বোকো হারামের জঙ্গিরা নেতার লাশ নিয়ে চলে যায়।
তবে শাদের প্রেসিডেন্টের এ দাবির পরিপ্রেক্ষিতে এখনো কোনো পাল্টা জবাব দেয়নি বোকো হারাম।
এর আগে ২০১৩ সালে নাইজেরিয়ার সেনাবাহিনী দাবি করেছিল, তাদের হাতে শেকাউয়ের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ান গোয়েন্দা পুলিশের প্রধান মারিলিন অগার দাবি করেছিলেন, আসল শেকাউ মৃত। ভিডিওতে যিনি শেকাউ হয়ে ভাষণ দেন তিনি ছদ্মবেশী।
এ ছাড়া ২০১২ সালে যুক্তরাষ্ট্র শেকাউকে জীবিত ধরিয়ে দিলে ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল।