রোববার স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি আগামী ১৬ আগস্ট রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিমা খাতের সান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রকৌশল খাতের নাভানা সিএনজি এবং টেক্সটাইল খাতের এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
এই তিন কোম্পানির শেয়ারের লেনদেন ১৬ আগস্ট রবিবার ও ১৭ আগস্ট সোমবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৮ আগস্ট মঙ্গলবার। শেয়ারটির লেনদেন রেকর্ড ডেটের কারণে ওই দিন বন্ধ থাকবে।
সান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড : ২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা । এজিএমের স্থান : ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমান বন্দর সড়ক তেজগাঁ, ঢাকা ১২০৬। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৮ আগস্ট।
নাভানা সিএনজি লিমিটেড : ২০১৫ সালের ৩১ মার্চ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিট । এজিএমের স্থান : বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বারিধারা ঢাকা। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৮ আগস্ট। এ হিসাব বছরে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস)৩ টাকা ৫৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩০ টাকা ১৯ পয়সা।
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস : ২০১৫ সালের ৩১ মার্চ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা । এজিএমের স্থান : ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক তেজগাঁ, ঢাকা ১২০৬। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৮ আগস্ট। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৮ আগস্ট।