উগান্ডায় বজ্রপাতে বিরল প্রজাতির ৪ পাহাড়ি গরিলার মৃত্যু
আফ্রিকার দেশ উগান্ডায় বজ্রপাতে বিরল প্রজাতির চারটি পাহাড়ি গরিলার মৃত্যু হয়েছে। বন্যপ্রাণীর অধিকার নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
দেশটির ন্যাশনাল পার্ক থেকে শরীরে বজ্রপাতের আঘাতে পুড়ে যাওয়ার চিহ্নসহ তিনটি বয়স্ক নারী গরিলা ও আরেকটি পুরুষ শিশু গরিলার মৃতদেহ উদ্ধার করা হয়।
দ্য গ্রেটার ভিরুঙ্গা ট্রান্সবাউন্ডারি কলাবরেশন (জিভিটিসি) এসব তথ্য জানায়। তারা জানায়, সারা দুনিয়ায় এই প্রজাতির গরিলার সংখ্যা এক হাজারের মতো। সংগঠনটি মধ্য আফ্রিকার দেশ উগান্ডা, ডি আর কঙ্গো ও রুয়ান্ডায় কাজ করে। তাদের এক বিবৃতিতে বলা হয়, এই চার গরিলার মৃত্যুতে প্রাণীকূলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।