পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমি (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল।
নিহত সাইফুল ইসলাম জেমী শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরের ছেলে। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব।
শংকরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক জানান, সাইফুল ইসলাম জেমি তাঁর মোটরসাইকেল নিয়ে মল্লিকবাড়ী এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেমি মারা যান। এ সময় রহিম ও ইলিয়াস নামের আরো দুজন আহত হন।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, হাসপাতালে আনার আগেই জেমির মৃত্যু হয়। আহত রহিম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ট্রাকসহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।