বোচাগঞ্জে বজ্রপাত ও দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আজ রোববার বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ স্কুলছাত্র। এ ছাড়া উপজেলার রামদাসপাড়ায় রেললাইন মেরামত কাজে নিয়োজিত ক্রেন থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, আজ রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় দেউর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র উপজেলার দেউর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. বাপ্পি (১২) ও জালগাঁও গ্রামের কৃষক নেগর চন্দ্র রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় (৩০) নিহত হন। বজ্রপাতের ঘটনায় দেউর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শিরিন আক্তার, মকছেদ আলম, ষষ্ঠ শ্রেণির সুরেশ চন্দ্র, সাবির হোসেন, সাইদুর রহমান, দেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রিফাত রহমান, মতিউর রহমানসহ ১০ জন আহত হয়। আহতদের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই উপজেলার রামদাসপাড়ায় রেললাইন মেরামত কাজে নিয়োজিত ক্রেন থেকে পড়ে প্রথম শ্রেণির ছাত্র বকুলের (৬) মৃত্যু হয়েছে। সে বেগুনগাঁও গ্রামের ধনুরাম রায়ের ছেলে।