গাইবান্ধায় স্কুলছাত্রীসহ দুজনের আত্মহত্যা!
গাইবান্ধা সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী ও ফুলছড়ি উপজেলায় বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তাঁরা হলেন, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের খোলাহাটি দুলালের চর গ্রামের আবদুর রউফ মিয়ার মেয়ে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আমিনা খাতুন (১৪) ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সৈন্যাসির চর এলাকার শাহা আলমের স্ত্রী নূর নাহার বেগম (৩৫)।
পুলিশ জানায়, আমিনা খাতুন শনিবার রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত ২টার দিকে আমিনাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। রাতে যে কোনো সময় আমিনা খাতুন বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোর রাতে পরিবারের লোকজন আমিনার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ ছাড়া নূর নাহার বেগম শনিবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত পদার্থ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।