নাচ ও অভিনয়ে পারদর্শী সিনথিয়া ইয়াসমিন। ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন। ২০১৬ সালের আগস্টে মান্নান হীরা পরিচালিত ‘হৃদয়পুর’ টেলিফিল্ম দিয়ে তিনি অভিনয় শুরু করেন। পরে একাধিক নাটকে কাজ করলেও নজর কাড়েন সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। ছবি : শামছুল হক রিপন