চিত্রনায়িকা মৌমিতা। কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় রুপালি পর্দায়। শৈশব থেকেই নাচের প্রতি দুর্বলতা ছিল মানিকগঞ্জের মেয়ে মৌমিতার। ২০১৩ সালে ঢাকায় এসে একটি নাচের ক্লাসে ভর্তি হন মৌমিতা। ‘তোমারই আছি তোমারই থাকবো’ সিনেমাটি মুক্তির পরই চলচ্চিত্রসংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। পরে রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’ ছবিতে কাজ করেন মৌমিতা। বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন এ সুন্দরী। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন মৌমিতা। শামসুল হক রিপনের ক্যামেরায় ধরা দিয়েছেন নানা ভঙ্গিতে। একঝলকে দেখে নিন মৌমিতার দারুণ স্থিরচিত্রগুলো।