দর্শকপ্রিয়তার শীর্ষে এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটকের অন্যতম চরিত্র ঝুমুর। এ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবা। তাঁর চরিত্র তুমুল দর্শকপ্রিয় হয়েছে। ঘর থেকে বের হলে অনেকেই তাঁকে ঝুমুর নামে ডাকছেন। আজ সারিকার জন্মদিন। এ দিনও শুটিং করে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ সুন্দরী। একঝলকে দেখে নিন সারিকার আদুরে কিছু স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন