পিরোজপুরে ইউপি চেয়ারম্যানসহ তিন বিএনপি নেতা-কর্মী আটক
পিরোজপুরে দ্রুত বিচার আইনের একটি মামলায় সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান চানসহ তিন নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে কামরুজ্জামান চান, জেলা ছাত্রদলের সদস্য সালাহউদ্দিন কুমার ও মাহামুদ হোসেন শাহিন জামিন আবেদন করেন। বিচারক মঞ্জুরুল হোসেন তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ জানুয়ারি দুপুর ১২টার দিকে পিরোজপুর শহরের বিলাস চত্বরে সমাবেশ ও মিছিল করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি কাঁদানে গ্যাসের শেল ও ১০টি রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ১৮ জনসহ অসংখ্য অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি ও ১৪ জনসহ অসংখ্য অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করা হয়।