মালিতে বন্দুকধারীদের পৃথক হামলায় নিহত অন্তত ৪০
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে নয়জন সেনাসদস্যও রয়েছেন।
শুক্রবার রাতে বন্দুকধারীরা প্রথম হামলা চালায় মধ্য মালির ওগোসাগো নামের প্রত্যন্ত গ্রামে। ওই এলাকা থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়ার পর এদিন বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে।
আলজাজিরার খবরে বলা হয়, হামলাকারীরা বাড়িঘর, খাদ্যশস্য ও গবাদি পশু পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া গাও অঞ্চলে সামরিক ঘাঁটিতে পৃথক আরেকটি বন্দুক হামলায় আরো নয়জন সেনাসদস্য নিহত হয়েছেন।
এখনো কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ২০১২ সাল থেকে মালিতে জাতিগত অস্থিরতা ও সহিংসতা বিরাজ করছে। গত বছরের মার্চে একই অঞ্চলে জিহাদিদের এক হামলায় দেড়শ জনের মৃত্যু হয়। এই সংঘাত মূলত ফুলানি ও ডোগোন সম্প্রদায়ের মধ্যে। সম্প্রতি ডোগোনরা মুসলিম ফুলানিদের জঙ্গি উপাধি দেওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের সহিংসতা বেড়ে গেছে।
চলমান সংকট নিরসনে গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইবরাহিম বুবাকার জিহাদিদের সঙ্গে আলোচনায় বসার অভিপ্রায় ব্যক্ত করেন।