আবুধাবিতে নির্মিত হবে মন্দির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সম্মান প্রদর্শনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছে। আর এ জন্য রাজধানী আবুধাবিতে জমি বরাদ্দ দিয়েছে দেশটির সরকার।
এ ঘোষণা দেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউএই সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।
মোদি গত রোববার দুই দিনের সফরে আবুধাবি গেছেন। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আবুধাবিতে মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ায় ইউএই সরকারকে ধন্যবাদ। এটা একটা বড় অর্জন।’
৩৪ বছরের মধ্যে আবুধাবিতে ভারতীয় প্রধানমন্ত্রীর এটা প্রথম সফর। রোববার মোদি আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও দুবাইয়ের প্রশাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন।
আরব নিউজ জানিয়েছে, মোদির এ সফর ভারত ও আরব আমিরাতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করবে। সেখানে বর্তমানে ২৬ লাখ প্রবাসী ভারতীয় বসবাস করছেন, যা ওই দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।