ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্রেও। অভিনয়দক্ষতা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন অনেক আগেই। আজ তাঁর বিশেষ দিন। ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। চলচ্চিত্রেও কাজ করছেন সজল। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘জ্বীন’। ১৩ মার্চ ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে। ছবিতে তিনি জুটি বেঁধেছেন নায়িকা পূজা চেরির সঙ্গে। জন্মদিন উপলক্ষে এনটিভি অনলাইনের বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। দেখুন দুর্দান্ত স্থিরচিত্রগুলো। ছবি : শামছুল হক রিপন