শাকিব খানের সঙ্গে ‘শাহেন শাহ’ ছবিতে জুটি বেঁধে রাতারাতি তারকা খ্যাতি পান রোদেলা জান্নাত। ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। অন্যদিকে দেশের মডেল-অভিনেতা খালেদ হাসান চৌধুরী নানা কারণে প্রায়ই উঠে আসেন আলোচনায়। সম্প্রতি আকদ সম্পন্ন হয়েছে রোদেলা ও খালেদের। আর আকদ অনুষ্ঠানের দারুণ সব ছবি ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। দেখে নেওয়া যাক দুর্দান্ত সেই ছবিগুলো।