ঢাকার সাভারের মিলিটারি ফার্মে গতকাল (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি আয়োজন করে পারিবারিক আনন্দমেলা। সকাল ৮টা থেকে শুরু হয়ে আয়োজন চলে রাত ৮টা পর্যন্ত। সকাল থেকে সেখানে একে একে যেতে শুরু করেন বিনোদন জগতের তারকারা। যেন বসেছিল তারার হাট। ঢালিউড স্টার ফারুক, সোহেল রানা, শাকিব খান, ওমর সানী, মৌসুমী, পপি, মনোয়ার হোসেন ডিপজল, জায়েদ খান, ববি, অনন্ত জলিল, বর্ষা, মিশা সওদাগর, পূজা চেরিসহ অনেকেই বেশ মজা করে সময় উপভোগ করেন। একনজরে দেখে নিন সেসব দৃশ্য। ছবি : মোহাম্মদ ইব্রাহিম ,শামছুল হক রিপন