দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অগণিত দর্শকের ভালোবাসা পেয়েছেন ঢালিউড অভিনেত্রী পপি। অনন্য সৌন্দর্য্য ও দুর্দান্ত অভিনয়শৈলী দিয়ে দর্শকের মনে স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন তিনি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পপির। এরপর একে একে উপহার দিয়েছেন ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘রানিকুঠির বাকি ইতিহাস’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’ ছবিতে অভিনয় করেন তিনি। বলা চলে, ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেত্রী তিনি। দীর্ঘ সময়ের ক্যারিয়ারে কাজ করেছেন চিত্রনায়ক শাকিল খান, রুবেল, মান্না, শাকিব খান, রিয়াজসহ আরো অনেকের সঙ্গে। সম্প্রতি পপির দেখা মেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির পারিবারিক আনন্দমেলায়। চলুন দেখে নেওয়া যাক পপির দুর্দান্ত কিছু ছবি।