সিরিয়ার বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে দেশটির ‘সরকারি বাহিনীর’ বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনাসদস্য নিহত হয়েছেন। তুরস্কের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে গতকাল বৃহস্পতিবারের এ হামলায় আরো অনেক সেনাসদস্য আহত হয়েছেন।
তুরস্কের হাতায় প্রদেশের গভর্নর রাহমি দোগানের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। আহত সেনারা তুর্কির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান হাতায় প্রদেশের গভর্নর।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, নিহতের সংখ্যা আরো বেশি। প্রতিবেদনে আরো বলা হয়, সিরিয়ার হামলার জবাব দিচ্ছে তুরস্ক।
সিরিয়ার ইদলিব প্রদেশটি তুরস্কের সেনাদের সমর্থনপুষ্ট বিদ্রোহীরা দখল করে রেখেছে। বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার সরকারি বাহিনী প্রদেশটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। সিরীয় বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া। একমাত্র ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণই সিরিয়া সরকারের প্রতিপক্ষের হাতে রয়েছে।
তবে ইদলিবের সাম্প্রতিক হামলার বিষয়ে সিরিয়া কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এদিকে হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল রাজধানীর আঙ্কারায় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠক করেন। ওই বৈঠকের পরই সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে তুর্কি সামরিক বাহিনী।
বার্তা সংস্থা এপি বলছে, ২০১৬ সালের পর সিরিয়া যুদ্ধে তুর্কি সেনা নিহতের এটাই সবচেয়ে বড় ঘটনা। বলা হচ্ছে, এর ফলে সিরিয়া যুদ্ধে তুরস্কের সঙ্গে আসাদ বাহিনীর লড়াই আরো পুঞ্জীভূত হবে এবং প্রাণ বাঁচাতে সীমান্তে সিরীয় অভিবাসীর সংখ্যা বাড়বে। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, সিরিয়া যুদ্ধে তুরস্ককে সব ধরনের সহায়তা করবেন তাঁরা।