এবার ‘করোনাভাইরাসে’ আক্রান্ত হল কুকুর
মানুষের পর এবার কুকুরের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমনের খবর পাওয়া গেছে। এশিয়ার দেশ হংকং-এ একটি কুকুরের শরীরে করোনাভাইরাস সংক্রমনের খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কুকুরটির মালিক এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর কুকুরটির শরীরে ভাইরাসে প্রাথমিক লক্ষণ দেখে এটিকে দেশটির প্রানিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রানিসম্পদ অধিদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, কুকুরটিকে পরীক্ষা করে তারা ভাইরাসের সংক্রমন নিশ্চিত হতে পেরেছেন।
ওই মুখপাত্র বলেন, কুকুরটির ওপর বিশেষ নজরদারি চালানো হবে। এবং আরো আলামত সংগ্রহ করে তা পুনরায় পরীক্ষা করা হবে। তখন কুকুরটির শরীরে ভাইরাসটি সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।’
তিনি আরও জানান, এই প্রথম কোনো পোষা প্রাণী করোনাভাইরাসে আক্রান্তের খবর তারা পেলেন।