শৌচাগারে সামাজিক যোগাযোগ!
মানুষ সামাজিক জীব। কিন্তু কিছু কিছু কাজ মানুষকে একাই সারতে হয়! তার মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার বিষয়টি অন্যতম।
এবার সেখানেও সামাজিকতা টেনে আনছে একটি অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রাকৃতিক কর্ম সম্পাদনের সময় বাকিদের প্রাকৃতিক কর্মকাণ্ডের খবরাখবর জানতে পারবেন আপনি! অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। নতুন এই মেসেজিং অ্যাপের নাম পুডাকটিভ (Pooductive)। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
কেন এই অদ্ভুত জিনিস নিয়ে কাজ করা? মেসেজিং অ্যাপটির ডেভেলপার দুই ছাত্র বলছেন, ‘অনেকেই দীর্ঘ সময় বাথরুমে কাটান। তখন তাঁরা একাই থাকেন। এই একা থাকাটা খুবই বিরক্তিকর। ভার্চুয়ালি সঙ্গ জোগাড় করে দিতেই এই অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনার গোপনীয়তা বজায় থাকবে এবং একঘেয়ে লাগবে না।’
অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আইফোনের জন্য বানানো হয়েছে। এই মেসেজিং অ্যাপ্লিকেশনের আরেকটি মজার ফিচার যোগ করা হয়েছে। যেখানে বাথরুমে বসে যেসব গান শুনতে ভালো লাগে তার লিস্ট তৈরি করা যাবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
শুধুমাত্র মজা করার জন্য নয়, এই দুই ছাত্রের উদ্দেশ্য মহৎ। অ্যাপটি থেকে অর্জিত কোনো টাকা-পয়সা তাঁরা নিজেদের কাজে ব্যবহার করবেন না, দাতব্য সংস্থাগুলোতে দান করে দেবেন।