প্রেমের উক্তিতে ভরা চিরকুটে নয়, ‘চিরকুট’ নামের একটি নাটকের সেটে টয়া-শাওনের কাছে আসার গল্প। শুটিংয়ের সময় দুজন একসঙ্গে অনেক ছবি তোলেন, ভিডিও করেন। সেসব ছবি ও ভিডিও চালাচালির মাধ্যমে ভাব জমে ওঠে দুজনের। এর আগে ২০১৫ সালে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ধারাবাহিক নাটক ‘নাইন অ্যান্ড আ হাফ’ থেকে দুজনের একসঙ্গে কাজ শুরু। তবে ‘চিরকুট’ থেকেই ঘনিষ্ঠতা। এরপর বিয়ের সিদ্ধান্ত। গত ২৯ ফেব্রুয়ারি, অধিবর্ষকে স্মরণীয় করে রাখতে এ দিনকেই বিয়ের জন্য বেছে নেন টয়া-শাওন। এখন দুজন সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় হাবিব শাকিল পরিচালিত ‘পরের মেয়ে’ ধারাবাহিকে কাজ করছেন। সম্প্রতি এ নাটকের শুটিং সেটে এনটিভি অনলাইনের ক্যামেরায় বন্দি হয় নবদম্পতির আদুরে কিছু মুহূর্ত। একঝলকে দেখে নিন সেসব স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন