হজে গিয়েই থেকে যেতে চান তাঁরা!
আবদুল মোমিন। রাজশাহীর এই হজযাত্রীর বয়স ২৯ বছর। কর্মহীন। তিনি এবার হজে যাচ্ছেন তাঁর এলাকার একজনের অর্থে। আর বেলালের বয়স ৩০ বছর। বাবা-মা আগে হজে না গেলেও তিনি যাচ্ছেন এবার হজে।
এ রকম তিনজনকে পাওয়া গেল, যাঁদের অনেকের আশা সৌদিতে ভালো কিছু করার। পেশায় কর্মহীন, সন্দেহভাজন কম বয়সী অনেকে এবার হজে যাচ্ছেন। তাঁদের কেউ বলছেন, ভালো কিছু মিললে সৌদি আরবে থেকে যেতে চান তাঁরা।
অন্যদিকে সন্দেহভাজনদের বিষয়টি অবগত থাকলেও, কম সময়ের মধ্যে তাঁদের ব্যাপারে কিছু করা যাচ্ছে না বলে জানিয়েছে হজ অফিস।
সৌদি আরবের পররাষ্ট্র দপ্তর জেদ্দায় বাংলাদেশের হজ কাউন্সিলরকে সন্দেহভাজন এজেন্সির তালিকা দেওয়ার পাশাপাশি, তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে :